সুদের দুই হাজার টাকার জন্য এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করেছেন শওকত আলম নামের এক ব্যক্তি

কক্সবাজারের চকরিয়ার বরইতলীতে সুদের দুই হাজার টাকার জন্য এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করেছেন শওকত আলম নামের এক ব্যক্তি। নির্যাতনের শিকার ওই নারী (২৪) বরইতলীর ৮ নম্বর ওয়ার্ডের মোড়াপাড়া এলাকার জনৈক ব্যক্তির স্ত্রী।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে বরইতলীর মোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বরইতলীর মোড়াপাড়া এলাকার ওই নারী একই এলাকার জহির আলমের ছেলে শওকত আলমের কাছ থেকে সুদের ওপর পাঁচ হাজার টাকা ঋণ নেন। এর মধ্যে চার হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি দুই হাজার টাকা দিতে পারেননি। ওই টাকার জন্য মঙ্গলবার বিকেলে নারীর পরনের শাড়ি খুলে গাছে বেঁধে নির্যাতন করেন শওকত। এরই মধ্যে ওই নারীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নিয়াজুল ইসলাম বাদল ঢাকা পোস্টকে বলেন, সুদের দুই হাজার টাকা দিতে না পারায় ওই নারীকে নির্যাতন করেছেন প্রতিবেশী শওকত। ঘটনার পরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, নির্যাতনের শিকার নারীকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে শওকতকে ধরতে পুলিশকে সহায়তা করবে এলাকাবাসী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঢাকা পোস্টকে বলেন, ওই নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শওকতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুহিববুল্লাহ মুহিব/এএম