কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যান-যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। কক্সবাজার-টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশার মধ্যে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। যাত্রীবাহী সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে।

সাইদুল ফরহাদ/টিএম