চিকিৎসাধীন হাফিজুর রহমান হাওলাদার

মনোনয়নপত্র দাখিল না করতে এবং নির্বাচন থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাদের চাপে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন হাফিজুর রহমান হাওলাদার ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য প্রার্থী। তিনি সাবেক মেম্বারও। 

হাফিজুর রহমান হাওলাদার বলেন, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একই ওয়ার্ডের বর্তমান মেম্বার খোকন হাওলাদার ও তার লোকজন আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য চাপ দেন। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দেন। এতে মানসিক ভারসাম্য হারিয়ে বুধবার সকালে বিষপান করি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য প্রার্থী খোকন হাওলাদার বলেন, মঙ্গলবার রাতে আমাকে ও তাকে (হাফিজুর রহমান) নিয়ে সমঝোতা বৈঠকে বসেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। টরকি বন্দরে জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন হাওলাদারের ওষুধের দোকানে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদার। বৈঠকে আলোচনার একপর্যায়ে হাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করি। সকালে জানতে পারি হাফিজুর রহমান বিষপান করেছেন।

এএম