নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন শিরিন আখতার

১৭ মার্চ (বুধবার) ছিল বঙ্গবন্ধুর জন্মদিন। এদিন ছিল সরকারি ছুটি। দেশব্যাপী দিনটিকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে উদযাপন করেছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এই দিনে নিজ কার্যালয়ে নারীদের দিয়েছেন সেলাই প্রশিক্ষণ।

এতে স্থানীয়ভাবে ক্ষোভের জন্ম নিয়েছে। ওই প্রশিক্ষণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের কোনো আলোচনা না করার অভিযোগ উঠেছে মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের বিরুদ্ধে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল বলছেন, ছুটি থাকা সত্ত্বেও প্রশিক্ষণ চালু রেখে মহিলাবিষয়ক কর্মকর্তা হয়তো দিনটিকে ভালো কাজে লাগাতে চেয়েছেন।

জানা গেছে, মহিলাবিষয়ক কার্যালয়ের বাস্তবায়নে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় টেইলারিং ও ব্লক-বাটিক ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। ৬০ কর্মদিবসের এই প্রশিক্ষণ কর্মসূচিতে দুই ট্রেডে ৫০ নারী প্রশিক্ষণার্থী অংশ নেন। বুধবার (১৭ মার্চ) বিশেষ এ দিনটিতে এ প্রশিক্ষণ চালু রাখায় প্রশিক্ষণার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন আখতার প্রশিক্ষণার্থী নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন। তবে প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন, সেখানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোনো আলোচনা করা হয়নি।

এ বিষয়ে কথা বলতে চাইলে শিরিন আখতার ঢাকা পোস্টকে বলেন, তিনি প্রশিক্ষণ চালু রেখেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই প্রতিবেদককে তার কার্যালয়ে যেতে বলেছেন।

বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শ্রদ্ধাভরে স্মরণ করছে। এই দিনটিতে কর্মসূচির পরিবর্তে প্রশিক্ষণ চালু রেখে ওই কর্মকর্তা ধৃষ্টতা দেখিয়েছেন, যা জাতীয় দিবসটিকে অবজ্ঞার শামিল।

নাটোর জেলা মহিলাবিষয়ক দফতরের উপপরিচালক ফরিদা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই দিবসে প্রশিক্ষণ চালু রাখার কথা নয়। তবু কেন প্রশিক্ষণ চালু রাখা হয়েছে, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

তাপস কুমার/এনএ