সুনামগঞ্জের শাল্লার ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লার একটি গ্রামে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব ডিজি ঢাকা থেকে হেলিকপ্টারে করে নোয়াগাঁওয়ের ভান্ডা বিলের মাঠে বেলা ১১টায় অবতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামটি ঘুরে দেখেন তিনি। এ সময় র‌্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেখে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ভাঙচুর ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

পরিদর্শন শেষে র‌্যাবের ডিজি বলেন, যারা এলাকার সম্প্রীতি নষ্ট করেছে, তারা যতই শক্তিশালী হোক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দুপুর ১২টায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। 

গত ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আসেন মামনুল হকসহ কেন্দ্রীয় হেফাজত নেতারা। তিনি সমাবেশে নানা কথা বলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামে এক যুবক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি মামুনুলের সমালোচনা করেন। এ ঘটনাকে উস্কানি দেওয়ার অভিযোগ এনে ওই এলাকার হেফাজত নেতার অনুসারীরা রাতে বিক্ষোভ মিছিল করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতেই ঝুমন দাস আপনকে আটক করে। পরে বুধবার সকালে নোয়াগাঁও গ্রামে হামলানর ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনে গ্রামবাসী।

সাইদুর রহমান আসাদ/এসপি