রূপগঞ্জের এসিল্যান্ড বদলি
রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানকে বদলি করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) ঢাকা বিভাগীয় কমিশনারের ওয়েবসাইটে প্রকাশিত ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আফিফা খানের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বদলি করা হয়েছে। আর রূপগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করবেন মো. আতিকুল ইসলাম। তাকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে রূপগঞ্জে বদলি করা হয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ঢাকা পোস্টকে বলেন, বদলির বিষয়ে সবেমাত্র অর্ডার হলেও এখনও শতভাগ সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে বদলির বিষয়টি বাস্তবায়িত হবে।
বিজ্ঞাপন
মাহবুবুর রহমান ভূঁইয়া/আরএআর
বিজ্ঞাপন