বিভিন্ন নদীতে শিকার করা জাটকা ইলিশ বরিশালের বাজারে বিক্রির জন্য আনার পথে ১৫ জন আটক

বিভিন্ন নদীতে শিকার করা জাটকা ইলিশ বরিশালের বাজারে বিক্রির জন্য আনার পথে ১৫ জন আটক হয়েছেন। আটকের পর তাদের জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ-থানার উপপরিদর্শক (এসআই) অলোক চৌধুরী বলেন, অভিযানে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরীর সোনালী সিনেমা হলের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর এলাকার মো. রাসেল (২২), উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার রিয়াজ বেপারী (২৮) ও মো. কাওছার হাওলাদার (১৫)।

পাশাপাশি কাউনিয়া থানার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকা থেকে আব্দুস ছত্তার গাজী (৬৫), সেকান্দার হাওলাদার (৬৭৫), পূর্ব হবিনগর এলাকার আহমদুল বাদশা (৩২), দক্ষিণ চরআইচা এলাকার মনির হাওলাদার (৩০), আল আমিন গাজী (৩৫), চরআইচা এলাকার স্বপন হাওলাদার (২৮) ও সুজন কুমার বেপারীকে (২৭) আটক করা হয়। 

একই সঙ্গে চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস (২৭), সাপানিয়া এলাকার সাদ্দাম সরদার (২৫), লিটন ভূঁইয়া (২৮), চরবাড়িয়া এলাকার কালাম হাওলাদার (৩৮) এবং রাঢ়ীমহল এলাকার মোতালেব হাওলাদারকে (৩০) আটক করা হয়।

এদের মধ্যে খোকন বিশ্বাস (২৭), সাদ্দাম সরদার (২৫) ও লিটন ভূঁইয়া (২৮) জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি-হুইলারচালক।

ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ১১ জনকে সাতদিন করে, দুজনকে পাঁচ হাজার টাকা করে এবং অপর দুজনকে তিন হাজার টাকা করে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান। 

মেহেদী/এএম