বায়া ব্রিজে ফাটল, রাজশাহী-নওগাঁ মহাসড়কে যান চলাচল ব্যাহত
ব্রিজের দুই পাশে সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে
রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া ব্রিজে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরের পর রাজশাহী নগরীর উপকণ্ঠের পুরোনো এই ব্রিজে ফাটল দেখা দেয়। এর পর থেকেই বিকল্প রাস্তায় যানবাহন চলাচল করছে।
রাজশাহী-নওগাঁ মহাসড়কের ভারী যানবাহন (বাস-ট্রাক) বায়া-দুয়ারি-নওহাটা কলেজ মোড় দিয়ে চলাচল করছে। এছাড়া হালকা যানবাহন চলাচল করছে বায়া স্কুল অ্যান্ড কলেজের (বায়া হাট) পাশ দিয়ে।
বিজ্ঞাপন
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জোহা এ তথ্য নিশ্চত করে জানান, মহাসড়কের বায়া বাজারের ওপরের ব্রিজটি অনেক পুরোনো। এর পাশ দিয়ে নতুন ব্রিজ নির্মাণাধীন। আগামী মাস দুয়েক পর নতুন ব্রিজের কাজ শেষ হবে। বৃহস্পতিবার দুপুরে পুরোনো ব্রিজে ফাটল ধরা পড়ে। এছাড়াও এপ্রোচ সড়ক দেবে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে।
আপাতত যান চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে বেইলি ব্রিজ বানানো হচ্ছে। শুক্রবার বিকেলের মধ্যেই বেইলি ব্রিজের কাজ শেষ হবে। পরে সেটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আপাতত দুটি বিকল্প পথে যানবাহন চলাচল করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ব্রিজের দুই পাশে সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে। নানাভাবে প্রচার- প্রচারণাও চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর