ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া জামালপুরের বকশীগঞ্জের এক কিশোরীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে বিজিবি-বিএসএফের যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুন্তাসীর ঢাকা পোস্টকে জানান, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ওই কিশোরী ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই টানে বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ সীমান্ত পাড়ি দিয়ে ওই কিশোরী ভারতে প্রবেশ করে। আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে বিএসএফ। পরে বিজিবির সঙ্গে যোগাযোগ করে বকশীগঞ্জের কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসকে বিশাল।

আরএআর