বিএনপির কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকেও সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে কর্মসূচি পালনে বাধা দিয়েছে। শুধু বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর জুলুম-নিপীড়ন করে সরকার ক্ষান্ত হয়নি, সত্য প্রকাশ করায় গণমাধ্যমের ওপরও সরকারের জুলুমের খড়্গ নেমে এসেছে।

শনিবার (০১ এপ্রিল) বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার রাজপথে অবস্থান দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। যতই জুলুম নিপীড়ন ও ষড়যন্ত্র হোক না কেন সরকারের শেষ রক্ষা হবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল অপকর্মের জবাব দিতে হবে।

জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের দুর্ভোগ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা জানে জনগণের ভোটে আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না। তাই জনগণের ওপর প্রতিশোধ নিতেই সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে। এমনিতেই দেশ পরিচালনায় সরকারের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি-লুটপাটের কারণে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সাবেক সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শামীম মজুমদার, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।

মাসুদ আহমদ রনি/আরএআর