বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ১২
দুর্ঘটনাকবলিত দুই বাস
বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার (১৯ মার্চ) রাত সোয়া ২টা থেকে শনিবার (২০ মার্চ) ভোর সোয়া ৫টা পর্যন্ত দশমাইল, ছোনকা ও ঘোগা বটতলা এলাকায় এ সকল দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক রংপুর জেলার মিঠাপুর থানার কারফিখাল গ্রামের রাজা মিয়ার ছেলে রওশন (৩৫) এবং সুপারভাইজার মাসুদ (২৭), রেজাউল করিম ও বাবুল মারা। তাদের উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলা এলাকায়।
বিজ্ঞাপন
আহতরা হলেন- বাসের যাত্রী রনি (২০), ফরিদুল ইসলাম (২০), আল আমিন (২০), ফজলা মিয়া (৫০), আজিদুল ইসলাম (৩০), সিরাজুল ইসলাম (৩৫)। এদিকে পিকআপসহ তিনটি ট্রাকের আহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৫৫২২) উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় পৌঁছালে ঢাকাগামী সৃষ্টি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৬১৪৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সৃষ্টি পরিবহনের চালক ও সুপারভাইজার মারা যায়। এ সময় সাতজন আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক দুইজন বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এবং নিহতদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এদিকে ভোর ৪টায় ঘোগা ব্রিজের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হন।
অপরদিকে, ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ছয়জন আহত হয়। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়েছি। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রেজাউল করিম ও বাবুল বেলা সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাখাওয়াত হোসেন জনি/এসপি