এমপি ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা

টিকা নেওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা।

মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ দেখা দিলে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন তিনি।

করোনার টিকা নিচ্ছেন সংসদ সদস্য মিসবাহ

পীর ফজলুর রহমান মিসবাহ গত ১৮ মার্চ তার ফেসবুক আইডিতে লিখেন, দুই দিন থেকে জ্বরের সঙ্গে আছি। সামনে কাজ অনেক। জ্বর বিদায় হওয়া দরকার।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ফেসবুক স্ট্যাটাসে দোয়া চেয়ে লিখেছেন, আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা পজিটিভ। সবার কাছে দোয়া চাইছি। মনটা ভারাক্রান্ত। বর্তমানে ভালো আছে। আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে। আমার ভাই বলে নয়, যে কেউ খোঁজ নিলে জানতে পারবেন তার মতো নির্লোভ সাদাসাটা জীবনের সৎ এমপি আজকের রাজনীতিতে বিরল। 

সাইদুর রহমান আসাদ/এসপি