শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে : কাদের মির্জা
আবদুল কাদের মির্জা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আবদুল কাদের মির্জা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বাধাগ্রস্ত ও শেখ হাসিনার উন্নয়নকেও প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তারা।
তিনি আরও বলেন, জিল্লুর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা বলে শেষ করা যাবে না। বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও ক্রান্তিলগ্নে জিল্লুর রহমানের ভূমিকা অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
বিজ্ঞাপন
বসুরহাট পৌর মেয়র বলেন, ওয়ান ইলেভেনের সময় দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে জিল্লুর রহমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তার দৃঢ় নেতৃত্বের কারণে সেই সময় আওয়ামী লীগ নিশ্চিত ভাঙনের হাত থেকে রক্ষা পায়। জিল্লুর রহমানের মতো ত্যাগী নেতা আর আসবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো. শাহাদাত হোসেন। দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধের সব শহীদ এবং জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
হাসিব আল আমিন/এমএসআর