সাজেকে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত
আহত এক ব্যবসায়ী
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের এগুজ্জাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার আবুল কালামের ছেলে মুদি ব্যবসায়ী মিজান (৩২) ও আব্দুল হালিমের ছেলে গ্যাস ব্যবসায়ী মো. সাগর।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, আহত দুইজন সাজেক থেকে মোটরসাইকেল নিয়ে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের ওপর শর্টগানের ছোড়া হয়। এতে দুইজনই আহত হন। তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ তাপস রঞ্জন ঘোষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ওসি মো. ইসরাফিল মজুমদার বলেন, দুই ব্যক্তির ওপর গুলি চালানো হয়েছে। বিষয়টি এখনও সেনাবাহিনীর হাতে রয়েছে। তদন্ত সাপেক্ষে পুরো ঘটনা সম্পর্কে পরে বিস্তারিত জানাতে পারবো।
আরএআর