সাভারে একটি তৈরি পোশাকের এক্সেসরিজ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে সাভারের উপজেলা চত্বর সংলগ্ন ট্রিজান ট্রিমস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বিকেলে সাভারের ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নির্বাপন করতে সময় লেগেছে প্রায় ৪০ মিনিট। এ ঘটনায় কারখানাটির আনুমানিক প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানানো হবে।


মাহিদুল মাহিদ/এমএএস