প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনকে সুনামগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে। রোববার (২১ মার্চ) বিকেল ৪টায় শাল্লা থানার এসআই আবুল বাশার হস্তান্তর করেন তাকে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিকালে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ওই মামলার আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ হয়নি। তাই শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৩০ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম একটি মামলা করেন।

মামলায় দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়। স্বাধীন নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচয় দিতেন।
 
শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


সাইদুর রহমান আসাদ/এমএএস