যুক্তরাজ্যফেরত ৯ জন কোয়ারেন্টাইন থেকে উধাও
যুক্তরাজ্য থেকে সিলেট ফেরত ৯ জন যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে উধাও হয়েছেন। রোববার দুপুরে সিলেটের ব্রিটানিয়া হোটেলের রুম চেকআপের সময় তাদের খুঁজে পাওয়া যায়নি।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ও রাতে দুইবার তারা রুম চেকআপ করেন। রোববার এনএনআইয়ের এক কর্মকর্তা আসার পর দুপুরে চেকআপ করার সময় দেখা যায় একই পরিবারের ৯ জন রুমে নেই। তারা গত ১৮ মার্চ সিলেটের ব্রিটানিয়া হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য আসেন।
বিজ্ঞাপন
ব্রিটানিয়া হোটেলের মার্কেটিং ম্যানেজার কাওসার খান বলেন, দুপুর ২টায় আমরা রুম চেকআপ করতে দেখি একই পরিবারের ৯ জন নেই। তারা হোটেলের ২০২ ও ২০৩ নম্বর কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা হোটেলে আবার ফেরত আসছেন বলে আমাদের জানিয়েছেন। তারা তাদের বাড়ি জকিগঞ্জ উপজেলায় গেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, আমরা খবর পেয়েছি। খোঁজ নিচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা অবস্থায় উধাও তারা হলেন, আবদুল মালিক (৪৬), রুনা আক্তার (৪৪), তামিমা আক্তার (৯), তায়্যিবা আক্তার (১১), রুবাবা আক্তার (৪৩), রাহিমা বোগম (৪৩), রাদিয়া আক্তার (১১), সায়মা বেগম (১৮) ও এম তাহমিদ চৌধুরী (৪)।
তুহিন আহমদ/এমএএস