তিন কালের সাক্ষী গোসাই চন্দ্র পাল

ব্রিটিশ-পাকিস্তান-বাংলাদেশ এই তিন কালের সাক্ষী বগুড়ার আদমদীঘি উপজেলার তালসন গ্রামের পালপাড়ার বাসিন্দা গোসাই চন্দ্র পাল। ২০২০ বছরের ডিসেম্বর মাসে তার বয়স হলো ১০৩ বছর ৬ মাস।

পারিবারিক তথ্য মতে, গোসাই চন্দ্র পালের জন্ম ১৯১৭ সালে জুন মাসে। বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা ৪৮ জন।

তালসন গ্রামবাসী সূত্রে জানা গেছে, গোসাই চন্দ্র পাল বর্তমানে এলাকার সবচেয়ে বয়সী মানুষ। তার চার স্ত্রীর মধ্যে দুইজন জীবিত, সাত ছেলে এবং ছয় মেয়ে রয়েছে। বর্তমানে ছেলে-মেয়ে, নাতি-নাতনি  মিলে তার পরিবারের সদস্য ৪৮ জন।

তালসন গ্রামের পাল পাড়ার শতবর্ষী গোসাই চন্দ্র পাল এখনও বয়সের ভারে নুয়ে পড়েননি। মাথার চুল এখনও অনেকটা আধা-পাকাই রয়েছে। চলাফেরা করছেন তরতাজা যুবকের মতো। গোসাই পাল জানান, বর্তমানে তার বয়স ১০৩ বছর ৬ মাস। কাজকর্ম করাসহ স্পষ্টভাবে পত্রিকা পড়া, এমনকি বই পড়তেও পারেন। একই সঙ্গে তিনি ভালভাবে শুনতে ও চশমা ছাড়াই খালি চোখে দেখতে পারেন। এখনও নিয়মিত নিজ বাড়ির মন্দিরে পূজা অর্চনা করেন। তার জীবনদশায় তিনি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ দেখলেন।

বয়সের কথা জানতে চাইলে গোসাই চন্দ্র পাল বলেন, একশ পার করেছি অনেক আগেই। এখন বয়স প্রায় ১০৩ বছর ৬ মাস চলছে। 

এসপি