শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার বেদে সম্প্রদায়ের লোকজন

কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকা। খোলা আকাশের নিচে তাঁবু করে আছেন কতগুলো বেদে পরিবার।  শীতবস্ত্র না থাকায় কনকনে শীতে সীমাহীন কষ্টে রয়েছেন তারা।

সরকার ও বিত্তবানদের কাছে শীতের পোশাক, কম্বল ও অর্থ সহায়তা চেয়েছেন তারা। সরেজমিনে তাদের সঙ্গে আলাপকালে তারা এ সাহায্যের আবেদন করেন।

বসবাসরত বেদেরা বলেন, আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু টাঙিয়ে আশ্রয় নিয়েছি। গত দুই সপ্তাহ ধরে প্রচণ্ড শীতে পড়ছে। আমাদের শীতের পোশাক নেই, কম্বল নেই। আমরা ২০টি পরিবারের মানুষ অতি কষ্টে জীবনযাপন করছি।

স্থানীয়রা বলেন, বেদে পরিবারগুলো শীতে খুব কষ্ট করছে। শৈত্যপ্রবাহে তাদের কম্বল ও শীতের পোশাক প্রয়োজন। কিন্তু তাদের কেনার মতো সামর্থ্য নেই। সরকার ও বিত্তবানদের উচিৎ অসহায় এই বেদে পরিবারগুলোর পাশে দাঁড়ানো। কিন্তু তাদের খবর কেউ রাখছেন না।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, তাদের কষ্টের বিষয়টি আমাদের নজরে ছিল না। শিগগির তাদের শীতবস্ত্র দেয়া হবে। শীতে যেন কোনো অসহায় দুস্থ মানুষ কষ্ট না পায় সেদিকে আমরা খেয়াল রাখব।

এসপি