চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে দুধ পানের সময় শ্বাসনালীতে দুধ আটকে জাহিদ হাসান নামে সাতদিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ মে) সন্ধ্যা ৭ টার দিকে শিশু জাহিদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদ হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার বাজারপাড়ার আশিক হোসেনের ছেলে।

আশিক হোসেন ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার সময় ছেলে জাহিদ কান্নাকাটি করছিল আমার স্ত্রী ডলি খাতুন তাকে বুকের দুধ পান করাতে থাকেন। এ সময় হঠাৎ দুধ গলায় আটতে যায় ছেলের। তাকে নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া ঢাকা পোস্টকে বলেন, গলায় দুধ আটকে গেছে বলে জানায় শিশুটির পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আফজালুল হক/আরকে