ফরিদপুরের ভাঙ্গায় একটি স্কুল থেকে বিউটি আক্তার (৩৮) নামে এক আয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের সানরাইজ কেজি স্কুলে আয়ার কাজ করতেন। 

 রোববার (৩০ এপ্রিল) রাতে বিউটি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১ মে) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। বিউটি আক্তার উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের বাসিন্দা মোসলেম মাতুব্বরের মেয়ে এবং ফরিদপুরের সালথা উপজেলার লুৎফর রহমানের স্ত্রী। 

ভাঙ্গা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ বলেন, রোববার রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে স্কুলের কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পাই। কক্ষের দরজা ভেঙে ওই স্কুলের আয়া বিউটি আক্তারের মরদেহ গলায় রশি দেওয়া অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, মৃত বিউটির সঙ্গে তার দ্বিতীয় স্বামীর মনোমালিন্য চলছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিউটি আক্তার প্রথম বিয়ে করেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের শাহজাহান মিয়াকে। তাদের সংসারে দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। গত ছয় বছর পূর্বে শাহজাহান মিয়ার সঙ্গে তার ডিভোর্স হয়। তিন সন্তান নিয়ে বিউটি আক্তার তার বাবার বাড়ি কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে ফিরে আসেন। পরের সন্তানদের ভরণপোষণের জন্য তিনি সৌদি আরবে কাজ নিয়ে চলে যান।

এরপর দুই বছর আগে বিউটি আক্তার সালথা উপজেলার লুৎফর রহমানকে বিয়ে করেন। বিয়ের পরে আবার সৌদি আরব চলে যান। সৌদি আরবে তিনি গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে তার আয়ের সব টাকা তার দ্বিতীয় স্বামী লুৎফর রহমানের কাছে পাঠাতেন। কিন্তু সম্প্রতি দেশে ফিরে এসে তিনি তার দ্বিতীয় স্বামীর কাছে তার পাঠানো টাকা ফেরত চান। তার দ্বিতীয় স্বামী এ নিয়ে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। তখন বিউটি বেগম তার বাবার বাড়িতে পুনরায় ফিরে আসেন। এ নিয়ে  তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, রোববার রাতে বিউটি আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটা অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জহির হোসেন/আরকে