স্বাস্থ্যবিধি মানাতে রাজশাহীতে কঠোর হচ্ছে প্রশাসন
সভায় জেলা প্রশাসক আবদুল জলিল
ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হচ্ছে রাজশাহী জেলা প্রশাসন। সচেতনতা কার্যক্রমের পাশাপাশি বিধি-নিষেধ অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।
করোনা সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনায় গঠিত জেলা পর্যায়ের কমিটির সভায় এ ঘোষণা দেন সভার সভাপতি ও জেলা প্রশাসক আবদুল জলিল। সোমবার (২২ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের দফতরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জেলার সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সোমবার (২২ মার্চ) পর্যন্ত রাজশাহী নগরীতে ৩৫ হাজার ৮৬০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪ হাজার ৩৭৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪১২ জন। করোনায় নগরীতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।
অন্যদিকে ১৩ হাজার ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় জেলার ৯ উপজেলায় করোনা ধরা পড়েছে এক হাজার ৪৯১ জনের। এ পর্যন্ত এই ৯ উপজেলায় করোনা জয় করেছেন এক হাজার ৪৬৬ জন। করোনায় জেলায় মারা গেছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় জেলা ও নগরীতে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই একদিনে করোনায় কারও মৃত্যু হয়নি জেলায়।
বিজ্ঞাপন
সিভিল সার্জন আরও জানান, করোনা ভ্যাকসিন নিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩ জন। এর মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৪৭ জন। এই প্রক্রিয়া চলমান রয়েছে।
সভায় অংশ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. মিজানুল হক সৌরভ জানান, নগরীতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় করোনা আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।
সভায় জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এনিয়ে কঠোর হচ্ছে প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান চলবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর