সেতুর পাইল বসানোর সময় ফেটে গেল গ্যাসের পাইপ
পাইপ ফেটে অনবরত গ্যাস বের হচ্ছে
সাভারে নির্মাণাধীন সালেহপুর সেতুর পাইল বসানোর সময় খালের ভেতর দিয়ে সরবরাহকৃত গ্যাসের পাইপ ফেটে গেছে। এতে অনবরত গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সোমবার (২২ মার্চ) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এটি ট্রান্সমিশন পাইপ লাইন। মেরামতে একটু সময় লাগবে। আমরা খবর পেয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য প্রস্তুতি নিয়েছি। কিছুক্ষেণর মধ্যে কাজ শুরু হবে। এটি ১৬ ইঞ্চি বা তার চেয়ে বড় পাইপ হতে পারে। মেরামতে মঙ্গলবার (২৩ মার্চ) সারাদিন সময় লাগতে পারে। সকাল থেকে মেরামতের কাজ শুরু করা হবে।
আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, পাইপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ হলে কোন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ গ্যাসের সোর্সিং অনেক। গ্যাস সরবরাহ বন্ধ হলে এটি বোঝা যাবে।
বিজ্ঞাপন
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, আমরা তিতাস কর্তৃপক্ষকে খবর দিয়েছি। কিছুক্ষণের মধ্যে তাদের টিম গিয়ে কাজ শুরু করবো।
মাহিদুল মাহিদ/আরএআর