সিলেট নগরের ব্রিটানিয়া হোটেল

সিলেট নগরের আম্বরখানার ব্রিটানিয়া হোটেল থেকে যুক্তরাজ্যফেরত একই পরিবারের ৯ জন কোয়ারেন্টাইন থেকে উধাও হওয়ার ঘটনায় ওই হোটেলে আর কোনো যুক্তরাজ্যফেরত যাত্রী দেওয়া হবে না বলে জানিয়েছেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) শামমা লাবিবা অর্ণব।

সোমবার (২২ মার্চ) দুপুরে তিনি ঢাকা পোস্টকে বলেন, যেসব হোটেলে যুক্তরাজ্যফেরত যাত্রীদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে তাদের সঙ্গে লিখিত কোনো চুক্তি নেই। যারা শুরুর দিকে আগ্রহ প্রকাশ করেছিল তাদেরকে জেলা প্রশাসনে লিপিবদ্ধ করা হয়েছিল। সেই তালিকা থেকে ব্রিটানিয়া হোটেলের নাম বাদ দেওয়া হয়েছে। তারা পরবর্তী সময়ে আর কোনো যুক্তরাজ্যফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে পারবে না। তারা কোয়ারেন্টাইনে থাকা যাত্রীদের সঠিকভাবে তত্ত্বাবধান করতে না পারার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে রোববার (২১ মার্চ) সকাল ৮টায় কোয়ারেন্টাইন থাকা অবস্থায় যুক্তরাজ্যফেরত একই পরিবারের ৯ জন উধাও হয়ে যান। পরবর্তীতে তাদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষ যোগাযোগ করলে তারা রাত পৌনে ৮টার দিকে ফিরে আসেন। গুরুতর অসুস্থ বাবাকে দেখতে তারা সিলেটের জকিগঞ্জে গিয়েছিলেন। 

হোটেলে ফেরত আসার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটে মো. মেজবাহ উদ্দিন ৯ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ জনকে জনপ্রতি তিন হাজার টাকা করে জরিমানা করেন এবং পরবর্তীতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক করেন। 

রোববার হোটেলটির মার্কেটিং ম্যানেজার কাওসার খান জানিয়েছিলেন, দুপুরে এনএসআইয়ের এক কর্মকর্তা যুক্তরাজ্যফেরত একই পরিবারের ৯ জনের খোঁজ নিতে এলে তাদেরকে পাওয়া যায়নি। দুপুর থেকেই তারা উধাও। 

গত ১৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এদের মধ্যে ওই ৯ জনও ছিলেন।

মূলত যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের স সংক্রমণের প্রেক্ষিতে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সরকার। এজন্য সিলেটের ১০টি হোটেলকে নির্ধারণ করা হয়। ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীরা প্রশাসনের সহযোগিতায় এসব হোটেলে কোয়ারেন্টাইনে থাকছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিটানিয়া হোটেলের সঙ্গে চুক্তি বাতিলের পর সোমবার (২২ মার্চ) লন্ডন থেকে আরও ১৪০ জন যাত্রী সিলেটে এসেছেন। তাদের সবাইকে নগরের ১০টি হোটেলে ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও ব্রিটানিয়া হোটেলে কাউকে পাঠানো হয়নি।

তুহিন আহমদ/আরএআর