তালাবদ্ধ ঘরে মিলল পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ
গাজীপুরের জয়দেবপুরের বানিয়ারচালা এলাকা তালাবদ্ধ ঘর থেকে আশরাফুল আলম (২৫) নামে এক পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় ওই এলাকার হযরত আলীর ভাড়া বাড়ির একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল আলম নেত্রকোণার মোহনগঞ্জ থানার করাচাপুরের কানুহারী গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি গাজীপুরের বাঘেরবাজার এলাকায় জে এল ফ্যাশন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, আশরাফুল আলম মা-বাবার সঙ্গে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে তার মা-বাবা তালা দিয়ে ঘর থেকে বের হয়ে যান। তালা দেওয়ার সময় পাশের ঘরে থাকা লোকজন আশরাফুল ঘুমিয়ে আছেন বলে জানতে পারে। সন্ধ্যায় পর্যন্ত মা-বাবা ফিরে না আসা ও সারাদিন আশরাফুল ঘর থেকে বের না হওয়ায় তাদের মনে সন্দেহ তৈরি হয়। পরে সন্ধ্যায় তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে মেঝেতে আশরাফুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে জয়দেবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শিহাব খান/আরএআর