টঙ্গীতে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (৭ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে টঙ্গীর পাগাড় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেড আগুন লাগে।
টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান।
বিজ্ঞাপন
তিনি জানান, রোববার বেলা ১টা ২০মিনিটের দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস্ লিমিটেডের গুদামে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। কারখানার ভেতর একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুদ করা ছিল। পরবর্তীতে আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দিয়েছিল। সর্বশেষ পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে।
আগুনের এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
এরই মাঝে টঙ্গীর নামা পাড়া এলাকায় আরেকটি গুদামে আগুন লাগায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
শিহাব খান/এবিএস