যশোরে ‘ডেভিল ব্রেথ’ নামের কুখ্যাত প্রতারক চক্রের তিন ইরানি নাগরিকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সুগন্ধি ছড়িয়ে অচেতন করে টাকা লুটের অভিযোগে তাদের আটক করা হয়। সোমবার (৮ মে) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার।

রোববার (৭ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশি দুই জনকে ঢাকার ভাটারা ও তিন ইরানিকে যশোরের হোটেল সিটি প্লাজা থেকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ বিদেশি ও বাংলাদেশি মুদ্রা এবং অবচেতন করার সুগন্ধি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, ইরানি নাগরিক খালেদ মাহবুবি (৫৪), সালার মাহবুবি (১৬), ফারিববোর্য মাসুফি (৫৪), বাংলাদেশের গোপালগঞ্জের ঘ্যানাসুর গ্রামের খোরশেদ আলম (৫৩) ও বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়ার সাইদুল ইসলাম বাবু (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, চক্রটি যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর গ্রামের একটি দোকানের মালিককে সুগন্ধি ছড়িয়ে অচেতন করে ৬ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক গত ৫ মে মামলা করেন। ওই মামলার তদন্তে নেমে ওই পাঁচ জনকে আটক করে ডিবি পুলিশ। তারা যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন দেশেও প্রতারণা করে আসছেন।

তিনি আরও জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ভারতীয় মুদ্রা, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১ হাজার ইরাকের মুদ্রা, ১৮৫ নেপালি মুদ্রা, ১ হাজার ভিয়েতনামের মুদ্রা এবং ৫৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইরানি নাগরিকদের তিনটি পাসপোর্ট, ৭টি মোবাইল ফোন ও অজ্ঞান করার দুইটি সুগন্ধি পাওয়া যায় তাদের কাছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কারও।

এ্যান্টনি দাস অপু/এবিএস