নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোলপ্লাজা থেকে অস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া পুলিশের এক এসআই ও তার দুই সহযোগীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের আদালতে আসামিদের অস্ত্র ও মাদক মামলায় পুলিশ চার দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মঞ্জুর করেন।

এরআগে সোমবার (২২ মার্চ) ভোরে মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের উপপরিদর্শক (এসআই) কোয়কোবাদ পাঠান (৩০) ও তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেনকে (৩০) গ্রেফতার করে র‌্যাব।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইদুজ্জামান জানান, ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে তল্লাশি করে।

তিনি আরও বলেন, এ সময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও হ্যান্ডকাফসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। কায়কোবাদ আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

তদন্ত কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, সোমবার রাতে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদকের দুটি মামলা দায়ের করে আসামিদের সোনারগাঁ থানায় হস্থান্তর করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের আদালতে হাজির করে চার দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক মঞ্জুর করেন।

শেখ ফরিদ/এমএসআর