রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১১
প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ আগুনে প্রায় ৪০ হাজার বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আহত হয়েছেন ১৫৫ জন।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন।
বিজ্ঞাপন
সচিব মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় শুধু ঘরবাড়ি নয়; পুড়েছে আইওএম ও তুরস্ক সরকারের দুটি বড় হাসপাতালও। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা ও ৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়।
এদিকে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহনেওয়াজ হায়াতের নেতৃত্বে ৭ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ জানাবে।
বিজ্ঞাপন
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহনেওয়াজ হায়াত, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে আটটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে।
মুহিববুল্লাহ মুহিব/এমএসআর