গাজীপুরে মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছেন

গাজীপুরে মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় কয়েকজন যুবক। আহতদের হাসপাতালে নেওয়ার পর আবার মারধর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিনের বড় ভাই মো. আলাউদ্দিন।

রবিন ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও আরিফ একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বর্তমানে তারা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আলিমুজ্জামান বাধন বলেন, মহানগর ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগে বছরখানেক আগের করা মামলার হাজিরা দিতে গাজীপুর আদালতে যাচ্ছিলেন রবিন ও আরিফ।

রাজবাড়ি মাঠ হয়ে আদালত সড়কে পৌঁছালে তাদের ওপর হামলা চালান শাহীন, রকিব, অর্পন, রায়হান ও মাসুমের নেতৃত্বে কয়েকজন যুবক। তারা রবিন ও আরিফকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালান অভিযুক্তরা। 

তিনি আরও বলেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

শিহাব খান/এএম