বোনকে উত্ত্যক্ত করায় খুন হন রাকিব
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
বোনকে উত্ত্যক্ত করায় রাকিবকে খুন করা হয় বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. সোহাগ। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে জবানবন্দি শেষে বিচারক সাইফুদ্দীন হোসাইন তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা সোহাগ। গত রোববার (২১ মার্চ) রাতে একই গ্রামের রাকিবুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করেন তিনি।
বিজ্ঞাপন
জানা গেছে, গত রোববার রাতে যশোর সদরের এনায়েতপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রাকিব ছুরিকাঘাতে খুন করেন সোহাগ। এরপরই সোহাগ এলাকা ছেড়ে পালিয়ে বাঘারপাড়ার খাজুরা এলাকায় তার এক আত্মীয়র বাড়ি চলে যান। সেখান থেকে পুলিশ সোমবার রাতে তাকে আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করে।
এ সময় সোহাগ পুলিশকে জানান, রাকিব তার বোনকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। রাকিবকে একাধিকবার নিষেধ করলেও কোনো কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে রাকিবকে ছুরিকাঘাত করি।
বিজ্ঞাপন
এদিকে, এই ঘটনায় নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে ২২ মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। ওই মামলায় শুধু সোহাগকেই অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তকে আটকের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
জাহিদ হাসান/এমএসআর