বঙ্গবন্ধু শেখ মু‌জিব রেলওয়ে সেতু‌তে কর্মরত ৮ বি‌দেশি নাগ‌রিক ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। বি‌দেশি ছাড়াও বাংলা‌দে‌শের আ‌রও আটজন ক‌রোনায় আক্রান্ত হ‌ন। এক‌টি গো‌য়েন্দা সংস্থার ত‌থ্যের ভি‌ত্তি‌তে এ খবর জানা গে‌ছে।

বি‌দেশিদের ম‌ধ্যে ৬ জন জাপান, একজন নেপাল ও একজন ই‌ন্দোনেশিয়ার নাগ‌রিক র‌য়ে‌ছেন। ক‌রোনা আক্রান্তের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর গো‌রিলাবা‌ড়ির জে‌টিঘাট বন্ধ ঘোষণা ক‌রে‌ছে কর্তৃপক্ষ।

জানা গে‌ছে, রেলওয়ে সেতু‌তে কর্মরত বি‌দেশি ওই নাগ‌রিকরা এলেঙ্গা রি‌সোর্ট, বঙ্গবন্ধু সেতু রি‌সোর্ট (যমুনা রি‌সোর্ট) ও সেতু প্রকল্প এলাকায় বসবাস কর‌তেন। আক্রা‌ন্তের পর তা‌দের ঢাকায় পাঠা‌নো হ‌য়। 

বঙ্গবন্ধু রেলওয়ে সেতু‌তে কাজ পাওয়া আইএইচআই ইমফা স্ট্রাকচার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইব্রাহীম হো‌সেন কোন তথ্য দি‌তে রা‌জি হন‌নি।

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সাইট কার্যাল‌য়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিব রেলওয়ে সেতু‌তে বি‌দেশিসহ ১৬ জনের ক‌রোনায় আক্রান্ত হওয়ার খবর শু‌নে‌ছি। তারা এখন রি‌সো‌র্টে থা‌কেন না।

অ‌ভি‌জিৎ ঘোষ/এমএসআর