তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৪ ঘণ্টা পর নদীতে মিলল শ্রমিকের মরদেহ, নিহত বেড়ে ৩
নিখোঁজের ২৪ ঘণ্টা পর কীর্তনখোলা নদী থেকে এমটি এবাদী-১ তেলবাহী জাহাজের শ্রমিক কাশেমের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় দিনের মতো শুক্রবার (১২ মে) সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে বিকেল সাড়ে ৪টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ নিয়ে অগ্নি দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী স্টেশনের অফিসার এনামুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এদিকে ফায়ার সার্ভিস বরিশালের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি আগুনের উৎস সন্ধানে কাজ শুরু করছে। আমরাও চেষ্টা করছি কী কারণে আগুন লেগেছে তা শনাক্ত করতে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা তেলবাহী জাহাজ এমটি এবাদী-১ এর ইঞ্জিন রুমে বিস্ফোরণে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই বাবুল কান্তি দাস ও স্বাধীন নামে দুইজন পুড়ে মারা যান। কালাম, রুবেল ও কুতুবউদ্দিন নামে আরও তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পর আরেক শ্রমিকের মরদেহ পাওয়া গেল।
বিজ্ঞাপন
জাহাজের শ্রমিক সুমন জানান, তিন দিন নদীতে নোঙর করার পর মেঘনা ডিপোতে তেল আনলোড করার কথা ছিল বৃহস্পতিবার। আনলোড করার জন্যই জাহাজ চালু করা হচ্ছিল। মেশিন স্টার্ট দিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটি সাড়ে ১৩ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালে এসেছিল।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর