সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন

সাতক্ষীরার মানুষকে এখন আর করোনা পরীক্ষার জন্য খুলনা-যশোর যেতে হবে না। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করতে পারবেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, সাতক্ষীরাবাসীর দাবি পূরণ হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব চালু হলো। এখন থেকে সাতক্ষীরা ও এর আশপাশের মানুষকে করোনা পরীক্ষার জন্য খুলনা অথবা যশোর যেতে হবে না। এখন থেকে করোনা পরীক্ষা হবে সাতক্ষীরায়।

আকরামুল ইসলাম/এসপি