রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে সৈকত মাতুব্বর (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত সৈকত উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের গ্রাম পুলিশের সদস্য শুশান্ত মাতুব্বরের ছেলে। 

নিহতের বাবা জানান, বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে বুধবার বিকেল ৫টার দিকে শশা মাতুব্বরের ছেলে সনদ মাতুব্বর ও তার লোকজনের হামলায় সৈকত মাতুব্বর, প্রফুল্ল মাতুব্বর ও শান্তি লতা মাতুব্বর আহত হন। আহতদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে সৈকত মাতুব্বরের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মীর সামসুজ্জামান/এমআইএইচ