নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখীদের কথা ভাবেন। শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে।

রোববার (২৮ মে) বিকেলে সোনাইমুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ইব্রাহিম আরও বলেন, যেসব পরিবারে দুরারোগ্য রোগে আক্রান্ত তারাই বোঝেন রোগের কাছে কতটা অসহায় মানুষ। সরকারি সহায়তা পেলে চিকিৎসা ব্যয় বহন করা সহজ হয়ে যায়। আগে বহু রোগী চিকিৎসার অভাবে মারা যেত। কত পরিবার সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে যেত।  বর্তমানে সে সংখ্যা অনেক কমে এসেছে।

সোনাইমুড়ী সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দুরারোগ্য ব্যাধি ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেওয়া হয়।

আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ১১ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএ