সংবিধানবিরোধীরাই শাল্লায় হামলা চালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যারা চান না, পাকিস্তানের পক্ষে অথবা জঙ্গিবাদের সঙ্গে জড়িত; স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যখন দেশি-বিদেশি অতিথিরা আসছেন, তারা তখন শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা করেছে।’
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে স্বাধীনতাবিরোধীদের হামলা, লুটপাট ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে এ ঘটনায় ৩৫ জনকে আটক করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সংবিধানে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলা হয়েছে। এই সংবিধানের বিরোধী যারা, তারাই এই গ্রামে হামলার ঘটনা ঘটিয়েছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সচিব ড. দিলীপ কুমার ঘোষ।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করেছে স্বাধীনতাবিরোধীরা। ওই গ্রামের ঝুমন দাস আপন নামে এক তরুণের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ১৭ মার্চ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এই তাণ্ডব চালানো হয়।
সাইদুর রহমান আসাদ/এমএসআর