মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মালবোঝাই পিকআপ পদ্মা নদীতে পড়ে যায়। এতে ওই গাড়ির ভেতর আটকা পড়ে মারা যান গাড়িটির চালক। তবে চালকের সহকারী গাড়ি থেকে বেরিয়ে তীরে উঠে আসেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শিমুলিয়ার তিন নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম বিল্লাল হোসেন (২২)। তিনি শরীয়তপুরের জাজিরা এলাকার হজরত আলীর ছেলে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. সিরাজুল কবির ঢাকা পোস্টকে জানান, রাত পৌনে ১২টার দিকে ঢাকা থেকে রডবোঝাই করে তিন টন ওজনের একটি পিকআপ শিমুলিয়া ঘাটে আসে। গাড়িটি তিন নম্বর ঘাটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি নদীতে পড়ে যায়। এতে গাড়ির সহকারী যুবরাজ গাড়ি থেকে বের হয়ে আসতে পারলেও চালক বিল্লাল গাড়িতে আটকে পড়েন।

পরে রাত তিনটার দিকে ডুবুরি দল, ফায়ার স্টেশনের সদস্যরা এবং নৌ-পুলিশ সদস্যরা ট্রাকচালক বিল্লালকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বিল্লালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ব.ম শামীম/এনএ