মুন্সিগঞ্জে সংঘর্ষ: লাশ নিয়ে বিক্ষোভ
মুন্সিগঞ্জে সালিসে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ
মুন্সিগঞ্জে সালিসে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরের দিকে ইমন নামে একজনের লাশ নিয়ে মিছিল বের করেন এলাকাবাসী।
পরে পুলিশি বাধার মুখে পড়লেও মিছিলটি উত্তর ইসলামপুর থেকে শহরের প্রধান সড়ক ও প্রেসক্লাব হয়ে পুনরায় ইসলামপুরে ফিরে যায়।
বিজ্ঞাপন
জানা যায়, ইমন মুন্সিগঞ্জ ইদ্রিস আলী পলিটেকনিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। চার ভাই ও দুই বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। ঘটনার দিন বুধবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের সঙ্গে আপস করে দেওয়ার কথা বলে তাকে মোবাইলে ডেকে নেন এ ঘটনায় অপর নিহত আওলাদ হোসেন মিন্টু।
কিন্তু ইমন যাওয়ার পরেই শামীম, সাকিব, সিহাবসহ ঘাতকরা তাকে ছুরিকাঘাত করে বলে জানান প্রত্যক্ষদর্শী সামসু মিয়া। ইমনের পেটে ৩টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্বজনরা।
বিজ্ঞাপন
নিহতের বাবা কাশেম প্রধান বলেন, ‘ইমন আমার ছোট ছেলে। সে কারো সঙ্গে ঝগড়া করত না। বিচারের কথা বলে ছেলেকে ডেকে নেয় মিন্টু প্রধান। যাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলেকে মেরে ফেলে ওরা।’
এর আগে বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে সাকিব হোসেন (১৯) ও বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওলাদ হোসেন মিন্টু (৪৭) মারা যান।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোট ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ব ম শামীম/এমএসআর