আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, রাজস্ব আয় না বাড়লে দেশের উন্নয়ন হবে কীভাবে। গরুর মাংসের ওপর ভ্যাট হ্রাস করা হয়েছে। এই বাজেটের ফলে গরুর মাংসের দাম কমবে। প্রতিটি পণ্যের দাম কমানোর জন্য সরকার কাজ করে চলছে। আশা রাখি দ্রব্যমূল্যের ক্রমাগত দাম কমতে শুরু করেছে।

শনিবার (৩ জুন) মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ ঐতিহাসিক স্মৃতিসৌধ নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য। বাজেটের মধ্যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে মনে হলেও মানুষের আয়ও বৃদ্ধি পেয়েছে। মানুষ স্বাভাবিকভাবে পণ্য কিনতে পারবে। মানুষ আনন্দ-উৎসবে প্রচুর অর্থ খরচ করছে। এমনকি বিরোধী দলও সভা-সমাবেশ, আন্দোলনের নামে অর্থ খরচ করছে।

এ সময় মাদারীপুরের সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাকিব হাসান/ওএফ