বাগেরহাটে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খায়রুজ্জামান।
শনিবার (৩ জুন) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঈন উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনী, পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আইন মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত বিভাগ প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করবে ‘ন্যায়কুঞ্জ’ নামের এই বিশ্রামাগার। এই বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। এখানে একসঙ্গে ৮০ থেকে ১০০ জন বিশ্রাম নিতে পারবেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিচারপতি মো. খায়রুজ্জামান বলেন, বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশে সারা দেশে ন্যায়কুঞ্জ বা বিশ্রামাগার নির্মিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে ‘ন্যায়কুঞ্জে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীরা যেমন বিশ্রাম নিতে পারবেন, তেমনি বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ বিশেষ করে পুরাতন দেওয়ানি ও ফৌজদারি মামলাসমূহ নিষ্পত্তিতে ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিচারপতি।
বিজ্ঞাপন
পরে তিনি জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিচারাধীন মামলাসমূহ নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় করেন।
এমজেইউ