রাজশাহীর কাটাখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোক জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার সন্ধ্যায় এক শোক বার্তায় মেয়র নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বেলা পৌনে ২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেন দমকল কর্মীরা। এদের মধ্যে ৬ জন মারা যান। পরে আগুনে পোড়া মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় নারী ও শিশুসহ ১১ জনের মরদেহ।

দুর্ঘটনায় নিহতরা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। চার পরিবার তাদের ছেলে-মেয়েদের নিয়ে আত্মীয়র বাড়ি বেড়াতে রাজশাহীতে আসছিল। পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তারা।

এদিকে, দাফতরিক কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি সেখান থেকেই মোবাইলে দুর্ঘটনার সার্বিক খোঁজ খবর রাখছেন।

ফেরদৌস/এমএএস