সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকালে এমপি, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মেয়র প্রার্থী নাসরীন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ কমিটির সদস্যরা। 

এদিকে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্নাসহ কর্মকর্তারা।

এ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক দিপক কুমার বণিক তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

শেখ ফরিদ/এমএসআর