কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা
কুমিল্লায় মাদক কারবারকে কেন্দ্র করে হামলার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলে নাদিম নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৬ মার্চ) জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ভাটপাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত নাদিম (৩২) ভাটপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, মাদক কারবার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল নাদিমের। কয়েক দিন আগে এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাবের একটি দল।
বিরোধীপক্ষের ধারণা, নাদিমের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল র্যাব। এ নিয়ে বিরোধীদের সঙ্গে নাদিমের সম্পর্কের অবনতি ঘটে। গত দুই দিন আগে তাকে মারধর করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে নাদিম। খবর পেয়ে প্রতিপক্ষরা তার বাড়িতে এসে তাকেসহ পরিবারের সদস্যদের কোপায়।
বিজ্ঞাপন
এ সময় তার স্ত্রী আমেনা বেগম, ভাই রাসেল, ও বাবা ইদু মিয়া আহত হন। স্থানীয়রা তাদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে নাদিমের মৃত্যু হয়। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তদন্তে বেড়িয়ে আসবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য।
এমএসআর