নরসিংদীতে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। শনিবার (২৭) মার্চ সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বদরপুর গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম তাজুল ইসলাম (৩৯)। তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের ফজলুল হকের ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদী সদরের গেট বাজার রেলক্রসিং দিয়ে অটোরিকশা নিয়ে পার হচ্ছিল তাজুল ইসলাম। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে চালকসহ অটোরিকশাকে টেনে হিঁচড়ে দুই কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন। সেখানে পড়ে থাকা দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে চালককে উদ্ধার করতে না পেরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বটতলা বাজারে গিয়ে অটোরিকশার ভেতর থেকে তাজুলের মরদেহ উদ্ধার করে।

বটতলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী মুনসেফ পোদ্দার জানায়, সকালে একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখে আমরা সবাই ছুটে যাই। পরে পুলিশ এসে অটোরিকশার রড কেটে তাকে বের করে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী বলেন, খবর পেয়ে আমরা অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করি। গেটবাজার ক্রসিংটি অরক্ষিত। তাই অটোরিকশা চালক হয়তো খেয়াল না করেই রেল পার হচ্ছিল। মরদেহ ফাঁড়িতে আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাকিবুল ইসলাম/এসপি