ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবার পাল্টাপাল্টি কর্মসূচিতে রূপ নিয়েছে। তবে পুলিশ কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

নতুন কমিটি গঠন করায় একপক্ষ সোমবার (১২ জুন) সকালে আনন্দ মিছিল বের করার ঘোষণা দিয়েছে; অন্যদিকে একই সময় ও স্থানে আওয়ামী সরকারের দুর্নীতি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সদ্য বিদায়ী কমিটি।

সদ্য ঘোষিত কমিটির আহবায়ক শাহীনুর রহমান জানান, তারা লোকনাথ দিঘীর পাড় থেকে আনন্দ মিছিল করবেন। রাতের মধ্যে পুলিশ থেকে অনুমতি পাওয়া যাবে।

বিদায়ী আহবায়ক ফুজায়েল চৌধুরী জানান, তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচি পালনে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুই পক্ষের কর্মসূচির কথা তারা জানেন। তবে কোনো পক্ষই অনুমতি পায়নি। কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবে না।

এদিকে কমিটি নিয়ে শনিবার রাতে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত তিনদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। তিনদিনের মধ্যে জেলা কৃষকদল ও ছাত্রদলের চার নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিদায়ী কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার রাতে শাহীনুর রহমানকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিবসহ পাঁচজনকে যুগ্ম আহবায়ক করে জেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। 

প্রতিনিধি/ এসএমডব্লিউ