মসিকের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিতে প্রত্যেকটি মানুষকে সমানভাবে গড়ে তুলতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকতে হবে এবং তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরীর টাউনহল প্রাঙ্গণে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে মসিক মেয়র এ কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় মেয়র ইকরামুল হক টিটু আরও বলেন, মসিকের দুই সপ্তাহব্যাপী আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা তা করেছি এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই সঙ্গে সমাজের সচ্ছল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, নিয়াজ মোর্শেদ, দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু এবং জান্নাতী কাউসার। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

উবায়দুল হক/এসপি