সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। সিলেটবাসী আমাকে আপন করে নিয়েছেন। আমি যে ২১ দফা ঘোষণা করেছি, সেই ইশতেহার বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি সবার আগে এই নগরকে ক্লিন করতে চাই, এই শহরকে সুন্দর করতে হলে গ্রিন করতে হবে। সেটা করতে চাই। আর পানি হলেই বন্যা আর জলাবদ্ধতা হয়। সেটাও দূর করতে চাই। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সন্ত্রাসী ও চাঁদাবাজি মুক্ত শহর গড়তে চাই। 

বুধবার (২১ জুন) রাতে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন। আমি আমার জীবন দিয়ে হলেও এই দায়িত্ব পালন করবো। আগের মেয়র আরিফুল হক এর সকল উন্নয়ন কাজ চলমান থাকবে। ভাল কাজগুলো অবশ্যই অব্যাহত থাকবে‌। আমি হঠাৎ করে বদলাতে চাইলে তো সিলেটের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে না। 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১০ বছর পর সিলেট সিটিতে মেয়র পদে জয় পেল আওয়ামী লীগ। প্রথমবারের মতো সিলেটের নগরপিতা নির্বাচিত হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। 

আরকে