চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে লাঠি খেলা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ খেলা হয়।
ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিভিন্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কুষ্টিয়ার বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। এ সময় চর দখল, লাঠি নৃত্যসহ বিভিন্ন কসরত প্রদর্শন করেন তারা। লাঠি খেলা দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
বিজ্ঞাপন
বাংলাদেশ লাঠি বাহিনীর সমন্বয়ক সাবির হাসান চৌধুরী বলেন, ১৯৩৩ সালে মরহুম সিরাজুল ইসলামের হাত ধরে এ লাঠিয়াল বাহিনী পথচলা শুরু করে। বর্তমানে বাহিনীতে ১ হাজার ৫০০ জন সদস্য রয়েছেন। জাতীয়সহ অনেক পুরস্কার পায় লাঠিয়াল বাহিনী। দেশব্যাপী এ বাহিনী প্রোগ্রাম করে থাকে।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ঢাকা পোস্টকে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার হারানো সংস্কৃতি, লোকগীতি, গম্ভীরা, আলকাপ, ঝান্ডি খেলাধুলাকে জীবিত করার জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
খেলা উপভোগ করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, ড. মাযহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম প্রমুখ।
জাহাঙ্গীর আলম/এমএসআর