খুলনায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বড়বাজার কালীবাড়ি রোডের সিটি ব্যাংক গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পিয়াস নামের স্থানীয় এক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, সিটি ব্যাংকের পেছনের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে চুন, ব্লিচিং ও ভুসি ছিল বলে জানতে পেরেছি।

প্রত্যক্ষদর্শী সুমন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ধোঁয়া দেখতে পাই। পরপর দুই-তিনবার বিকট শব্দ হয়। ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। বিস্তারিত পরে জানাতে পারব।

মোহাম্মদ মিলন/এমজেইউ